ম্যানচেস্টার, ২৮ জুলাই : প্রায় অসম্ভব কাজটা সম্ভব করল ভারত। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের পঞ্চম ও শেষ দিনে ইংল্যান্ড পেল ২ উইকেট। ৪ উইকেটে ৪২৫ রান করে দিন ও ম্যাচ শেষ করেছে ভারত।
কেরিয়ারের প্রথম ২০৬ বলে সেঞ্চুরিতে(১০১) অপরাজিত ছিলেন ওয়াশিংটন। ১৮৫ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন জাদেজা।
অনেক চেষ্টাতেও এই দুজনের জুটি ভাঙতে পারেনি ইংল্যান্ড। পঞ্চম উইকেটে ২০৩ রানের জুটি গড়েন ওয়াশিংটন ও জাদেজা।
প্রথম সেঞ্চুরির ছোঁয়া পান শুভমান গিল। এই ম্যাচে সেঞ্চুরি করে সিরিজে ৭০০ রানের মাইলফলক ছুলেন ভারত অধিনায়ক। ২৩৮ বলে খেলেন ১০৩ রানের ইনিংস।
শেষ দিন রবিবার ২ উইকেটে ১৭৪ রান নিয়ে খেলা শুরু করে ভারত। তখনও ১৩৭ রানে পিছিয়ে ছিল শুভমানরা।
আগের দিনের মতো শেষ দিন লড়াইটা বেশিক্ষন করতে পারলেন না লোকেশ। দিনের শুরুতেই ৯০ রান করে ফিরে যান লোকেশ রাহুল, বেন স্টোকসের বলে এলবিডব্লিউ আউট হয়ে। ১৮৮ রানের জুটি ভাঙার পর বেশিক্ষণ টেকেননি অধিনায়ক গিলও। সেঞ্চুরি(১০৩) করেই আর্চারের বলে কট বিহাইন্ড হন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
এরপর শুরু হয় ওয়াশিংটন ও জাদেজার টিকে থাকার যুদ্ধ। বেন স্টোকস বাহিনী হাজার চেষ্টা করেও ভাঙতে পারেনি এই জুটিকে ভাঙতে। শেষ পর্যন্ত তারা ২০৩ রানের জুটি গড়েন।
ইংল্যান্ডের একমাত্র ইনিংসে সেঞ্চুরি ও ভারতের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ইঙল্যান্ড অধিনায়ক স্টোকস জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলো ইংল্যান্ড। আগামী বৃহস্পতিবার দা ওভালে শুরু হবে পঞ্চম ও শেষ টেস্ট।