Festival and celebrations

11 months ago

Durga Puja 2023 : নানা রঙের সুতোর কাজ ফুটিয়ে তোলা হয়েছে ফালাকাটা মশলাপট্টির পুজো

Durga Puja 2023
Durga Puja 2023

 

আলিপুরদুয়ার, ১৩ অক্টোবর  : ফালাকাটা মশলাপট্টির পুজো দেখলে ধাঁধিয়ে যাবে দর্শনার্থীদের চোখ। থিম মায়াজালে নানা রঙের সুতোর কাজ ফুটিয়ে তোলা হয়েছে। ফালাকাটার অন‍্যতম মশলাপট্টির পুজো। প্রতিবারই অভিনব থিম দর্শনার্থীদের সামনে নিয়ে আসে এই ক্লাব।

পাশাপাশি সমাজসেবাতেও নজির রেখেছে এই ক্লাব। এ বারের পুজো ৫২ তম বর্ষে পদার্পণ করছে। থিম রাখা হয়েছে ‘মায়াজাল’। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্লা থিমের ভাবনা ফুটিয়ে তুলছেন মণ্ডপজুড়ে। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

ক্লাবের পক্ষ থেকে শুভব্রত দে জানান, “মণ্ডপটির মাধ‍্যমে মায়ার বাঁধন তৈরির চেষ্টা করা হচ্ছে।ব‍্যস্ততম জগতে মায়া হারিয়ে যাচ্ছে।ছোট ছোট জিনিস ব‍্যবহার করে শৈশব মনে করানর চেষ্টা করা হবে দর্শনার্থীদের।” মণ্ডপে কোনও দাহ‍্য বস্তু ব‍্যবহার করা হয়নি বলে জানা । সুতোর কাজ হয়েছে। সেগুলো লোহার কাঠামোয় বসানো হয়েছে।প্লাস্টিক,থার্মোকল ব‍্যবহৃত হয়নি। পরিবেশ বান্ধব মণ্ডপ তৈরি করা হয়েছে। পুজো মণ্ডপের সৌন্দর্য যাতে নষ্ট না হয়, তার জন‍্য রাখা হবে প্রচুর স্বেচ্ছাসেবী।

You might also like!