Festival and celebrations

11 months ago

Astami 2023: শাড়ি বা পাঞ্জাবিতেই জমে অষ্টমীর অঞ্জলি! তবে রেডি হতে হবে সকাল সকাল, কটায় লাগছে তিথি?

Durga Puja 2023
Durga Puja 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঢাকে কাঠি পড়েই গিয়েছে, পুজোর বাকি মাত্র কটা দিন। এই কদিন বাঙালির পায়ের তলায় কার্যত সর্ষে থাকে। প্যান্ডেল হপিং থেকে খানাপিনা সবই পুজোর অঙ্গ। কিন্তু অষ্টমীর দিনটা বাঙালির কাছে খুব স্পেশাল। শাড়ি, পাঞ্জাবি পরে এই দিন সকালটা তোলাই থাকে পুস্পাঞ্জলির জন্য। তাই আগে থেকে জেনে রাখা দরকার ঠিক কটায় রেডি হতে হবে !

দেবীর বোধন হয় ষষ্ঠীতে। নবপত্রিকা স্নান করানো হয় সপ্তমীতে। অষ্টমীতে কুমারী পুজো, সন্ধি পুজো। নবমীতে হোম , দশমীতে দেবীর বিসর্জন। এবছর অষ্টমী অক্টোবরের ২২ তারিখ। পঞ্জিকা মতে , ২১ তারিখ সন্ধেতেই লেগে যাচ্ছে অষ্টমী। তবে সূর্যোদয়ের পর ভোর ৫ টা ৪০ থেকে বিকেল ৫টা ১৬ অবধি রয়েছে তিথি। ৯টা ২৭ অবধি অমৃতযোগের উল্লেখ রয়েছে, তাই তার আগেই অঞ্জলি সেরে রাখা যেতে পারে।


You might also like!