Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Entertainment

1 year ago

Ranveer-Kriti: গঙ্গার ঘাট, খোলা আকাশ, বারাণসীতে নজরকাড়া ফ্যাশন শো, ব়্যাম্পে বেনারসি ম্যাজিক রণবীর-কৃতির

Ranveer-Kriti
Ranveer-Kriti

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবাঙালি বাড়িতে বিয়ে মানেই কনের পরনে বেনারসি শাড়ি । বছরের পর বছর ধরে সেই ট্র্যাডিশনই চলে আসছে । এই বিশেষ শাড়ির আঁতুড়ঘর বেনারস বা বারাণসী । রবিবার রাতে সেই বেনারসের গঙ্গার ঘাট সাজল 'বেনারসি'-র থিমে । আর সেখানে পোশাকের আলো ছড়ালেন রণবীর সিং, কৃতি স্যানন । মণীষ মালহোত্রার চোখ ধাঁধানো ফ্যাশন শো-এর সাক্ষ্মী থাকল বেনারস । যার থিম ছিল 'বেনারসি শাড়ি' ।

গঙ্গার ঘাট, ওপেন এয়ার...চারপাশে ভর্তি দর্শক । একসঙ্গে ব়্যাম্পে এলেন রণবীর ও কৃতি । লাল ট্র্যাডিশনাল লেহেঙ্গায় সেজেছিলেন কৃতি । একেবারে কনের মতো দেখাচ্ছিল তাঁকে । অন্যদিকে, রণবীর পরেছিলেন বেগুনি এবং গোল্ডেন ব্রোকেড শেরওয়ানি । রণবীর-কৃতি এলেন, আর দর্শকদের চোখ আটকে গেল তাঁদের দিকেই । শুধু রণবীর-কৃতি নন, ব়্যাম্প কাঁপিয়েছেন বিভিন্ন মডেলরাও ।বারাণসীর তাঁত এবং হস্তশিল্প প্রদর্শনের জন্য ইন্ডিয়ান মাইনারিটিস ফাউন্ডেশনের তরফে নমো ঘাটে দুদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । রবিবার সন্ধ্যায় সেখানেই মনীশ মালহোত্রার ফ্যাশন শোটি অনুষ্ঠিত হয় । উল্লেখ্য ফ্যাশন শো উপলক্ষে শনিবারই বারাণসীতে পৌঁছেছিলেন রণবীর-কৃতি ও মণীষ । কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন তাঁরা । শহরের অলি-গলিতে হাঁটতেও দেখা গিয়েছে বলি তারকাদের ।

You might also like!