Entertainment

1 month ago

Ritesh Deshmukh: মহা বিকাশ আঘাড়ি মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে : রীতেশ দেশমুখ

Ritesh Deshmukh
Ritesh Deshmukh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ এবং তাঁর স্ত্রী অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজা দেশমুখ  মহারাষ্ট্রের লাতুর জেলায় তাঁদের আদি বাবলগাঁও গ্রামে ভোট দিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন অভিনেতা দম্পতি রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজা।

লাতুরের একটি ভোট কেন্দ্রে তাঁরা ভোট দিয়েছেন। অভিনেতা রীতেশ দেশমুখ ভোট দেওয়ার পর বলেছেন, "মহা বিকাশ আঘাড়ি মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে। আমার দুই ভাইই জিততে চলেছে।" অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজা বলেছেন "প্রত্যেকেরই নিজস্ব ভোট দেওয়ার অধিকার রয়েছে। মানুষের উচিত বেরিয়ে আসা এবং তাদের অধিকার বুঝে নেওয়া। আজ একটি গুরুত্বপূর্ণ দিন, আপনারা একটি বড় পার্থক্য করতে পারেন।"

You might also like!