Entertainment

1 day ago

Ranjana Nachiyar: তিনটি ভাষা আরোপ করা ভুল, বিজেপি ছেড়ে মন্তব্য রঞ্জনার

Ranjana Nachiyar
Ranjana Nachiyar

 

চেন্নাই, ২৫ ফেব্রুয়ারি : বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী তথা রাজনীতিক রঞ্জনা নাচিয়ার। মঙ্গলবার বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর, বিজেপির সমালোচনাও করেছেন তিনি। রঞ্জনা জানান, তিনটি ভাষা আরোপ করা ভুল। আঞ্চলিক ইস্যুতে, বিশেষ করে ভাষা নীতির প্রতি বিজেপির দৃষ্টিভঙ্গির প্রতি নিজের গভীর হতাশা প্রকাশ করেছেন রঞ্জনা।

রঞ্জনা জানিয়েছেন, একজন তামিল মহিলা হিসাবে, আমি তিনটি ভাষা নীতি আরোপ, দ্রাবিড়দের প্রতি ক্রমবর্ধমান শত্রুতা এবং তামিলনাড়ুর চাহিদা এবং আকাঙ্ক্ষার প্রতি চলমান অবহেলা মেনে নিতে পারিনি। উল্লেখ্য, তামিলনাড়ু বিজেপির শিল্প ও সাংস্কৃতিক শাখার রাজ্য সম্পাদিকা ছিলেন রঞ্জনা।


You might also like!