Entertainment

4 months ago

Rituparna Sengupta: ''আমি এ বিষয়ে কিছুই জানি না''- রেশন দুর্নীতি মামলা প্রশ্নে কি বললেন ঋতু?

Rituparna Sengupta (File Picture)
Rituparna Sengupta (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ডেকে পাঠাল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। রেশন দুর্নীতির মামলার প্রেক্ষিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। ২০০৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের প্রায় পাঁচ বছর পরে ফের একবার অন্য মামলায় ইডির নিশানা তিনি। ইডি সূত্রে প্রাপ্ত খবর অনুসারে, আগামী ৫ জুন তাঁকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। 

অভিনেত্রী এখন মায়ামিতে রয়েছেন। এক সংবাদ সূত্র মারফত তাঁকে এ বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনও সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনও চিঠি আসেনি।’’

এ প্রসঙ্গে অভিনেত্রী আরঅ জানান, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর দু’একটি অনুষ্ঠানে সাক্ষাৎ বিনিময় ছাড়া আর কোনও দিন কিছুই হয়নি তাঁর। সঙ্গে তিনি আরও জানান, ‘‘সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হল। একজন অভিনেত্রী, যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তাঁর সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়!”

তাঁর সংযোজন, তাঁর বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করা হচ্ছে! ইডির ডাকে তিনি সাড়া দেবেন কি? এই প্রশ্ন শুনে তাঁর উত্তর, ‘‘আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব।’’

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান-সহ শাসকদলের কয়েক জন নেতা ও তাঁদের ঘনিষ্ঠদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। রেশন দুর্নীতির তদন্তেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়ে গত ৫ জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকেরা।

You might also like!