Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Entertainment

1 month ago

Baaghi 4 VS Bengal Files : বক্স-অফিসের লড়াই, ‘বাগী ৪’ না ‘দ্য বেঙ্গল ফাইলস’—কোন ছবি শেষ হাসি হাসবে?

Baaghi 4 VS Bengal Files
Baaghi 4 VS Bengal Files

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিনোদনপ্রেমীদের জন্য বড়দিনের মতো একটি দিন। কারণ একযোগে হলরেডে মুক্তি পেয়েছে টাইগার শ্রফের অ্যাকশন ছবি ‘বাগী ৪’ এবং বিবেক আগ্নিহোত্রীর ঐতিহাসিক রাজনৈতিক নাটক ‘দ্য বেঙ্গল ফাইলস’। এই দুই ছবির মধ্যে চলছে নিঃসন্দেহে এক তীব্র রেস—কোনটা ভাল ব্যবসা করবে, সেটাই এখন দর্শক, নির্মাতা ও ব্যবসায়ীদের সবার আগ্রহের বিষয়।

‘বাগী ৪’, দীর্ঘদিনের সফল ফ্র্যাঞ্চাইজি ‘বাগী’ সিরিজের চতুর্থ অধ্যায়, মুক্তির আগে থেকেই শক্তিশালী প্রিপোলে তীব্র উত্তাপ তৈরি করেছে। অগ্রিম টিকিট বিক্রি থেকে জানা গেছে, ১.১০ লাখটির বেশি টিকিট বিক্রি হয়ে ₹২.৬৭ কোটি ছাড়িয়েছে । এমন সেলস দেখাচ্ছে, নির্মাতারা বড় উদ্বাস্তু নিয়ে মুক্তি দিতে যাচ্ছেন। আবার ট্রেড বিশ্লেষকরা ধারণা করছেন, এটি প্রথম দিনে ₹৯ থেকে ১১ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারে 

অন্যদিকে, ‘দ্য বেঙ্গল ফাইলস’—ভাগ্যের ষড়যন্ত্র, ইতিহাসের অত্যাচার, রাজনৈতিক পরিপ্রেক্ষিত নিয়ে গড়া এই ছবির লক্ষ্য দর্শকদের কাছে গাঢ় ভাবনা ছড়িয়ে দেওয়া।  অগ্রিম বিক্রি প্রায় ₹৬৩.৭৮ লাখ । অর্থাৎ ‘বাগী ৪’-এর সঙ্গে তুলনায় অনেক নিচে ‘বেঙ্গল ফাইলস’-এর লড়াই।  

তবে এই চরম প্রতিযোগিতায় একটি নতুন প্রতিদ্বন্দ্বী আছে — হলিউডের হরর থ্রিলার ‘দ্য কনজিওরিং: লাস্ট রাইটস’। এই ছবি ইতিমধ্যে ভারতীয় দর্শকদের মধ্যে তীব্র আগ্রহ সৃষ্টি করেছে। এর অগ্রিম টিকিট বিক্রি এমন উচ্চতায় পৌঁছেছে যে প্রথম দিনে ₹১৫ কোটি  পৌঁছাতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন । অর্থাৎ এই হলিউড ছবিই বর্তমানে এই তিন-ছবির মধ্যে প্রধান ফ্রন্ট-রানার। 

বাকিটা এখন কী ঘটবে—সেটা নির্ভর করছে মুক্তি পরবর্তী প্রচারের উপর। ‘বাগী ৪’ আকর্ষণীয় অ্যাকশন ও স্টার্ডমের দরুন প্রথম ঢেউয়ে দর্শকেরা টিকিট কেটে নিতে পারেন। ‘দ্য বেঙ্গল ফাইলস’ ধীরে হলেও কথোপকথনে শক্তি অর্জন করতে পারে, বিশেষ করে যারা ইতিহাস-সমৃদ্ধ এবং ভাবনাপ্রবণ সিনেমা পছন্দ করে তাঁদের জন্য এটি আবশ্যক। কিন্তু  ‘কনজিওরিং’    দর্শকদের ভয় উপহার দিতে পারে, তবে এই দুটি হিন্দি ছবি তিলে তিলে পিছিয়ে পড়তে পাড়ে।

পরিশেষে বলা যায়, এই সপ্তাহান্তের বক্স-অফিস লড়াই শুধুমাত্র তিনটি ছবির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বড় পরিমণ্ডলে দর্শকদের রুচি, প্রিপোলে উত্তাপ, শব্দ-প্রচারের শক্তি, আর ভিন্ন ভিন্ন শ্রেণির দর্শকদের সঙ্গে সংযোগের পরীক্ষাও বটে। ‘বাগী ৪’ কি ঐতিহাসিক বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ সামাজিক সংকট তুলে ধরতে পারে ‘দ্য বেঙ্গল ফাইলস’, নাকি প্রতিক্রিয়াশীল ভয়ের কোলহলে হারাবে—সবকিছুই এখন অপেক্ষা করছে কন্টেন্ট, প্রচারণা ও দর্শকের প্রতিক্রিয়ার ওপর

You might also like!