Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Entertainment

1 year ago

Arijit Singh : কনসার্টে বিশেষ অতিথি, ভরা মঞ্চে কী করলেন অরিজিৎ সিং ?

Arijit Singh
Arijit Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কনসার্ট চলছে । মঞ্চে তখন অরিজিৎ সিং । তাঁর সুরেলা কণ্ঠে একের পর এক গেয়ে চলেছেন বিখ্যাত গান । তাঁকে ঘিরে তখন মানুষের উন্মাদনা তুঙ্গে। কিন্তু হঠাৎই পারফরম্যান্সের মাঝে থমকে যান গায়ক । সেইসময় অরিজিতের চোখ আটকে ছিল দর্শকদের দিকে । সেখানেই এক বিশেষ মানুষকে দেখে থমকে যান তিনি । এমনকী, হাত জোড় করে প্রণামও করতে দেখা যায় অরিজিতকে । কে ছিল সেই বিশেষ মানুষটি, যে অরিজিতের মন জয় করে নিয়েছে ?

সেই বিশেষ মানুষটি আসলে তিন মাসের এক খুদে । বাবা-মায়ের সঙ্গে সেও এসেছিল অরিজিৎ-এর কনসার্ট শুনতে। গান গাইতে গাইতে অরিজিৎ মঞ্চের সামনে আসতেই গায়কের সামনে ৩ মাসের শিশুকে তুলে ধরেন তাঁর বাবা । অরিজিৎ-এর তা নজর এড়ায়নি। দেখামাত্রই হাত জোর করে দাঁড়িয়ে যান গায়ক । তারপর আবার গাইতে শুরু করেন তিনি । ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

উল্লেখ্য, কিছুদিন আগে তাইল্যান্ডের শো-এ অরিজিতের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গিয়েছিল বাদশাকে । সেই ভিডিও-ও ভাইরাল হয় সেইসময় । ভরা মঞ্চে 'ইগো' ছুঁড়ে ফেলে ৩ বছরের ছোট অরিজিতের পা ছুঁয়ে করলেন প্রণাম করতেও পিছপা হননি বাদশা ।

You might also like!