দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অমিতাভ বচ্চন , আট থেকে আশি
সকলেই চেনেন এই অভিনেতাকে। অসাধারন অভিনয় দক্ষতায় মানুষের মনে পাকাপাকি জায়গা ধরে রেখেছেন।
তিনি যে খুব একটা বিবাদে জড়ান, এমন কথা খুব একটা শোনা যায় না। তবে বলিপাড়ায় কান পাতলেই
ভেসে আসে অন্য কথা।
শোনা যায়, সুভাষ ঘাইয়ের পরিচালনায় একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েও নাকি করতে চাননি 'বিগ বি'। আর সেই থেকেই শুরু ঠান্ডা লড়াইয়ের। সুভাষ ঘাই ' দেবা' নামে একটি ছবি পরিচালনা করেছিলেন। সেখানে নায়ক হিসেবে অমিতাভকে বেছেছিলেন তিনি। সেখানে বিগ বির পাশাপাশি অভিনয় করার কথা ছিল বলি অভিনেত্রী মীনাক্ষী শেশাদ্রির। বলিপা়ড়া সূত্রে খবর, এই ছবিতে ডাকাতের চরিত্রে অভিনয় করতে হত অমিতাভকে।
এরপর লুক টেস্ট হয়েও গিয়েছিল। কিন্তু অমিতাভের চোখে সেই
ছবির চিত্রনাট্যে কিছু সমস্যা নজরে পড়ে। তা
নিয়ে সুভাষের সঙ্গে আলোচনা করতে চান অভিনেতা। কিন্তু রাজি হননি পরিচালক। সুভাষ নাকি
জানিয়েছিলেন, অমিতাভ যদি তাঁর সঙ্গে দেখা করতে চান তা হলে তিনি নিজে এসে দেখা করছেন
না কেন? কেন সহকারীর মাধ্যমে কথা বলছেন? এই কথা অমিতাভের কানে পৌঁছতেই তিনি রেগে যান।
এদিকে পরিচালকের উত্তর শুনেই রেগে যান অভিনেতা। তৎক্ষণাৎ
বেরিয়ে যান শুটিং ফ্লোর থেকে। কানাঘুষো শোনা যায় যে অমিতাভ এবং সুভাষ কেউই একে অপরের
সঙ্গে সেই দিন থেকে আর যোগাযোগ রাখেন না ।