দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বেলা এগারোটা নাগাদ বাজেট পেশ করেন নির্মলা। এদিন বাজেট পেশের পর কেন্দ্রীয় বাজেট নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।
তিনি বলেন, আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ১২ লক্ষ টাকা পর্যন্ত উন্নীত করা হয়েছে, এটি মধ্যবিত্তের জন্য একটি আশীর্বাদ হিসাবে প্রমাণিত হবে। এটি ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের জন্য প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গির ভিত। বাজেটে নারী, কৃষক, যুব ও দরিদ্র এই চারটি বিভাগের উন্নয়ন বিশেষভাবে নজর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।