নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি : বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো উপলক্ষ্যে রবিবার দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
তিনি এদিন জানিয়েছেন, সমস্ত দেশবাসীকে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজার শুভেচ্ছা! শিক্ষা ও জ্ঞানের সঙ্গে সম্পৃক্ত এই আনন্দের উৎসব উপলক্ষ্যে আমি সকল দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও প্রজ্ঞা কামনা করছি। মা সরস্বতীর কাছে আমার প্রার্থনা তিনি যেন ভারতকে বিশ্বের জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন।