3 hours ago
Amit Shah: দিল্লিকে দূষণ-মুক্ত করবে বিজেপি : অমিত শাহ
Amit Shah
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিকে দূষণ-মুক্ত করবে বিজেপি। দাবি করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে এক নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন, "অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, তিনি যমুনা নদী পরিষ্কার করবেন, ছট পূজা ভালভাবে সম্পন্ন হবে এবং তিনি নদীতে ডুব দেবেন, কিন্তু তিনি তা করেননি। তিনি অজুহাত দিচ্ছেন যে হরিয়ানা সরকার নদীতে বিষ মেশাচ্ছে। আমরা দিল্লিকে দূষণমুক্ত করব এবং স্পোর্টস ইউনিভার্সিটি করার প্রতিশ্রুতি পূরণ করব।"
অমিত শাহ এদিন দিল্লির মুস্তাফাবাদে একটি জনসভা করেন। এই জনসভায় তিনি আরও বলেন, "সমগ্র দিল্লিতে আম আদমি পার্টির বিরুদ্ধে বিশাল ঢেউ দেখে আমি মুস্তাফাবাদে এসেছি। ৫২ জন এএপি বিধায়কের মধ্যে ২৫ জনকে টিকিট দেওয়া হয়নি। কারণ তারা জানে যে দিল্লিতে দল হেরে যাচ্ছে। দিল্লিতে সরকার চলছে ৩জি - 'ঘোটালে ওয়ালি সরকার', 'ঘুসপেটিও কো পানাহ দেনে ওয়ালি সরকার' এবং 'ঘপলে করনে ওয়ালি সরকার'।"