নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি : বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো উপলক্ষ্যে রবিবার দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, সমস্ত দেশবাসীকে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা!
পাশাপাশি, দেবী সরস্বতীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় যুক্ত করে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, বসন্ত পঞ্চমীর পবিত্র উৎসবে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জ্ঞান, বুদ্ধি ও প্রজ্ঞার দেবী মা সরস্বতী সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করি।