West Bengal

4 days ago

Mamata Banerjee: “নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি নয় কেন”, খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee
Mamata Banerjee

 

আলিপুরদুয়ার, ২৩ জানুয়ারি : আজও নেতাজির মৃত্যু রহসের সমাধান না হওয়ার জন্য নাম না করে কেন্দ্রকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে প্রশ্ন তুললেন, নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি নয় কেন? আলিপুরদুয়ারে সুভাষিণী চা বাগানের মাঠে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ২৩ জানুয়ারি শাঁখ বাজিয়ে জাতির নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালচিনির সভা থেকে নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন করেই তাঁর অন্তর্ধান রহস্য নিয়ে সুর চড়ালেন তিনি। এদিন ফের তিনি দাবি করলেন, নেতাজি চক্রান্তের শিকার। জানালেন, রাজ্যের কাছে থাকা এই সংক্রান্ত ৬৪ টি ফাইল প্রকাশ করা হয়েছে। কেন্দ্র কেন গোপন ফাইল প্রকাশ্যে আনছে না, সেই প্রশ্ন তুললেন।

মুখ্যমন্ত্রীর কথায়, "দুঃখ হয়, আমাদের জন্য এত লড়াই করলেন, কীভাবে তাঁর মৃত্যু হল আজও আমরা জানতে পারলাম না।" মমতার প্রশ্ন, নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি নয় কেন? নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীতে এই প্রশ্ন আগেই তুলেছিলেন। এ ব্যাপারে সে সময় কেন্দ্রকে চিঠিও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 'নেতাজিকে যাতে সারা দেশ শ্রদ্ধা জানাতে পারে এবং দেশনায়ক দিবস হিসেবে পালন করতে পারেন সেজন্য কেন্দ্রের উচিত নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা।'

মুখ্যমন্ত্রীর কথায়, 'তিনি দেশপ্রেম, সাহস, নেতৃত্ব, ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতীক। নেতাজি সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।" এ ব্যাপারে পৃথক বেঙ্গল প্ল্যানিং কমিশন গঠন করার কথাও সে সময় জানিয়েছিলেন মমতা। তিনি বলেন, "আমরা রাজ্যজুড়ে প্রতিবারই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করি। তবে এবারই প্রথম তরাই-ডুয়ার্স থেকে জাতির নায়ককে শ্রদ্ধা জানানো হল।" কেন্দ্রের সমালোচনা করে এদিন মমতা বলেন, "উনি আমাদের দেশের বীর নায়ক। তিনি প্ল্যানিং কমিশন গঠন করেছিলেন। অথচ এখন সেটা তুলে দেওয়া হয়েছে।" ইতিমধ্যে নেতাজি-সহ দেশের শহিদদের স্মৃতিতে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারকে আলিপুর মিউজিয়ামে পরিণত করেছে রাজ্য। এদিন সেই প্রসঙ্গও উল্লেখ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।


You might also like!