Country

2 hours ago

Jammu & Kashmir: পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভূস্বর্গে ভ্রূকুটি তুষারপাতের

A western storm caused a slight snowfall in the heavens.
A western storm caused a slight snowfall in the heavens.

 

শ্রীনগর, ২ ফেব্রুয়ারি : জম্মু ও কাশ্মীরের ডোডার উচ্চ অঞ্চলে নতুন করে তুষারপাত হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে তুষারপাতের পূর্বাভাস রয়েছে উপত্যকায়। ভূস্বর্গে আগামী কিছু দিন তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বুধবার পর্যন্ত জম্মু ও কাশ্মীরের উঁচু পাহাড়ি অঞ্চলে তুষারপাত প্রত্যাশিত। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে শীতকালীন সময়ে বৃষ্টি ও তুষারপাতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার জন্য উপত্যকার উঁচু পাহাড়ি অঞ্চলে তুষারপাত হতে পারে। এই সময়ে পার্বত্য এলাকার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

You might also like!