Country

3 hours ago

BJP leader's campaign rally: রবিতে দিল্লিতে একাধিক হেভিওয়েট বিজেপি নেতার প্রচারসভা

BJP Party Flag
BJP Party Flag

 

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান সোমবার শেষ হচ্ছে। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ। তার আগে শেষ হাইভোল্টেজ রবিবারে একাধিক হেভিওয়েট বিজেপি নেতার প্রচারসভা রয়েছে দিল্লিজুড়ে। জানা গেছে, বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার আর কে পুরমে এক জনসভায় ভাষণ দেবেন। বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং রাজেন্দ্র নগর, চাঁদনী চক এবং লক্ষ্মী নগরে র‍্যালিতে অংশ নেবেন। দলের আরেক বরিষ্ঠ নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একাধিক প্রচারসভা রয়েছে।

You might also like!