Technology

6 hours ago

5.5G Net Service: ভারতে এই প্রথম জিও-র অভিনব পরিষেবা, উপভোক্তাদের জন্য আসছে 5.5G নেট উপভোগের সুযোগ!

5.5G Net Service (Symbolic picture)
5.5G Net Service (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স জিও-র তরফ থেকে উপভোক্তাদের জন্য  নতুন চমক। খুব শ্রীঘ্রই রিলায়েন্স জিও চালু করছে 5.5G পরিষেবা। কিন্তু 3G,4G পর বর্তমানে 5G নেট পরিষেবাই উপভোক্তাদের কাছে পরিচিত। ইতিমধ্যে বহু ব্যবহারকারী এই পরিষেবার আওতাভুক্ত। তবে 5.5G নেট পরিষেবা ঠিক কী? এটি 5G থেকে কতটা স্বতন্ত্র? তবে জানুন! 

5.5G পরিষেবা মূলত 5G নেট পরিষেবার উন্নত সংস্করণ। এই নেটওয়ার্কটিকে 5G অ্যাডভান্সও বলা হয়, যার উদ্দেশ্য হল আরও ভাল নেটওয়ার্ক, দ্রুত গতি এবং কম লেটেন্সি অফার করা। Jio 5.5G-এর অধীনে ব্যবহারকারীরা 1Gbps-এর বেশি স্পিড পাবেন। সুতরাং, এই আগগ্ৰেডেশনের মাধ্যমে ব্যবহারকারীরা আরও ভালো এবং দ্রুত সম্পন্ন নেট পরিষেবা উপভোগ করতে পারবেন। 

* 5.5G নেটওয়ার্ক: 5.5G হল বিদ্যমান 5G নেটওয়ার্কের একটি উন্নত সংস্করণ। এটি প্রাথমিক 5G স্ট্যান্ডার্ডে নির্মিত, যার লক্ষ্য উচ্চ-গতির ডেটা, ব্যাপক কভারেজ এবং আরও ভালো আপলিঙ্ক দেওয়া। মাল্টি ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাহায্যে ব্যবহারকারীরা 5.5G নেটওয়ার্কে সর্বোচ্চ 10Gbps পর্যন্ত ডাউনলিঙ্ক স্পিড এবং 1Gbps আপলিঙ্ক স্পিড পাবেন। এটি অফিস থেকে কোনও প্রতিষ্ঠান অথবা ব্যবসা বাণিজ্য থেকে ব্যাক্তিগত প্রতিটি স্তরেই ব্যবহারকারীদের জন্য দূর্দান্ত নেট পরিষেবা প্রদান করবে। বিশ্বের অন্যান্য টেলিকম সংস্থাও এই পরিষেবা দেয়। তবে, ভারতে জিও এই প্রথম এরূপ পরিষেবা দিতে শুরু করলো। 

* ব্যবহারকারীদের সুবিধা: মাল্টি সেল সংযোগ সহ Jio 5.5G নেটওয়ার্ক চালু করা হয়েছে। এর মানে হল যে আপনি একসঙ্গে একাধিক নেটওয়ার্ক সেলের সঙ্গে সংযোগ করতে সক্ষম হবেন, যা বিভিন্ন টাওয়ার থেকেও হতে পারে। এর কারণে আপনি ভাল কভারেজ এবং দ্রুত গতি দুটোই পাবেন।  যেসব এলাকায় নেটওয়ার্ক কনজেশন বেশি সেখানে এই প্রযুক্তি আরও সহায়ক হবে। 5.5G  সার্ভিস শিল্পের জন্য আরও কাজে লাগে। এর সাহায্যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলি আরও ভাল নেটওয়ার্ক পাবে। সামগ্রিকভাবে, এই প্রযুক্তিটি ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আরও সুবিধা আনবে। 

* 5.5G নেটওয়ার্ক সক্রিয় করার পদ্ধতি:  যদিও বেশিরভাগ ফোনে এই সেটিং অটোমেটিক চালু হয়। তবে কিছু ফোনে আপনাকে এটি ম্যানুয়ালি চালু করতে হবে। এর জন্য আপনাকে আপনার ফোনের সেটিংসে যেতে হবে।  এখানে আপনাকে সেলুলার অপশনে যেতে হবে। কিছু ফোনে এই অপশনটি মোবাইল নেটওয়ার্ক নামে পাওয়া যাবে। আপনি নেটওয়ার্ক সেটিংসের জন্য অনেক অপশন পাবেন। এখানে আপনাকে Preferred Network Type-এ যেতে হবে। এখন আপনি Auto Upgrade নামে দুটি অপশন পাবেন। একটি অপশন হল 4G/3G/2G (অটো), অন্য অপশন হবে 5G/4G/3G/2G (অটো)। এর মানে হল আপনার এলাকায় যে নেটওয়ার্কই পাওয়া যাক না কেন, আপনার ফোন অটোমেটিক সেই সিগন্যালে আপগ্রেড হবে।

You might also like!