Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Technology

3 months ago

Honda Transalp XL750 Launched: অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য সুখবর! বাজারে এল Honda-র নতুন প্রিমিয়াম সেগমেন্টের মোটরসাইকেল

Honda Transalp XL750 Launched
Honda Transalp XL750 Launched

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভারতের প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টে লঞ্চ হল 2025 Honda Transalp XL750। দেশের বাজারে এই অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকটির দাম রাখা হয়েছে ১১ লাখ টাকা (এক্স-শোরুম)। উল্লেখযোগ্য বিষয়, নতুন প্রজন্মের মডেলটি বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছে। এর লুক ও পারফরম্যান্স উভয়কেই আরও উন্নত করেছে। বাইকটির প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে  Suzuki V-Strom 800 DE, Triumph Tiger 900 Rally Pro, এবং BMW F 850 GS। আসুন 2025 Honda Transalp XL750 সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

 • 2025 Honda Transalp XL750 এর ডিজাইন:  হোন্ডার এই বাইকের সামনের দিকটা এবার আগের চেয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ দেখাচ্ছে। এলইডি হেডলাইটের ডিজাইন শার্প ও আধুনিক, আর উইন্ডস্ক্রিনটা তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব Durabio প্লাস্টিক  দিয়ে। এসবের কারণে বাইকটির অ্যাডভেঞ্চার লুক আগের তুলনায় বেড়েছে।

• 2025 Honda Transalp XL750 এর ফিচার:  নতুন Honda Transalp XL750 বাইকে আছে ফুল-এলইডি লাইটিং, কালার টিএফটি ডিসপ্লে, ডুয়েল-চ্যানেল ABS,আর হোন্ডার সিলেক্টবল টর্ক কন্ট্রোল (HSTC)। সঙ্গে আছে পাঁচটি রাইডিং মোড –  স্পোর্ট, স্ট্যান্ডার্ড, রেইন, গ্রাভেল, আর ইউজার।

• 2025 Honda Transalp XL750 এর ইঞ্জিন ও পারফরম্যান্স:  বাইকটির শক্তি জোগাতে আছে ৭৫৫ সিসি প্যারালাল-টুইন, লিকুইড-কুলড ইঞ্জিন, যা থেকে পাওয়া যায় ৯০ বিএইচপি পাওয়ার ও ৭৫ এনএম টর্ক।‌ এর সাথে যুক্ত ছয়-গতির গিয়ারবক্স।

• 2025 Honda Transalp XL750 এর চাকা ও ব্রেকিং:  2025 Honda Transalp XL750 বাইক চলবে সামনে ২১-ইঞ্চি ও পিছনে ১৮-ইঞ্চি স্পোক হুইল-এর সাহায্যে। ব্রেকিংয়ের জন্য সামনে আছে ডুয়াল ৩১০ মিমি ডিস্ক, আর পিছনে ২৫৬ মিমি ডিস্ক, সঙ্গে  সুইচেবল এবিএস।


You might also like!