Technology

2 hours ago

Air Conditioner Tips: গরমের হাত থেকে বাঁচতে এসি আবশ্যক তবে উইন্ডো নাকি স্প্লিট এসি কোনটা উপযুক্ত? জানুন বিস্তারিত

Air Conditioner
Air Conditioner

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতকালীন মরশুম বিদায় নেওয়ার পথে। চলতি মাস অর্থ্যাৎ ফেব্রুয়ারির শুরুতেই ঠান্ডার ভাব অনেকটাই নিম্নমুখী। গ্রীষ্মের আগমন আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। কিন্তু এতদিন শীতের হিমেল হাওয়ায় দিনগুলো স্বস্তিতেও কাটলেও সূর্যের দাবদাহে প্যাঁচপ্যাঁচে গরমে তা বেশ অস্বস্তিকর হবে তা বিগত গরম মরশুম দেখে অনুমান করাই যায়। তাই এমতাবস্থায় গরমের হাত থেকে বাঁচতে অফিস কিংবা বাড়ি এয়ার কন্ডিশনার ব্যবহার আবশ্যক। 

এসির চাহিদা মাথায় রেখে ইতিমধ্যেই ই-কমার্স প্ল্যাটফর্ম গুলি বিশাল ছাড় ঘোষণা করেছে, চলছে নানান অফার। তবে উইন্ডো নাকি স্প্লিট এসি কিনবেন, এই নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারছেন না তো? চিন্তা নেই, নিম্নে উল্লেখিত হলো বিস্তারিত.....

১) বেডরুম অথবা অফিসের জন্য কোনটা ভাল?

~ উইন্ডো এসি জানলার অংশেই বসানো হয়। আর এটি ইনস্টল করা সহজ। ছোট অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ২ টন ক্ষমতাসম্পন্ন উইন্ডো এসি-ই আদর্শ।আবার স্প্লিট এসি-র দুটি ইউনিট থাকে। ফলে ঘরে এবং বাইরে - ইনস্টল করার জন্য ২ জায়গায় স্পেসের প্রয়োজন হয়। বড় অ্যাপার্টমেন্ট এবং অফিসের জন্য উপযুক্ত হল স্প্লিট এসি।

২) কোন এসি-তে কম বিদ্যুৎ ব্যবহৃত হয়?

~ ইলেকট্রিসিটি কনজাম্পশনের কথা বলতে গেলে তা নির্ভর করে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের স্টার রেটিংয়ের উপর। রেটিং যত বেশি হবে, এসি-র বিদ্যুৎ তত কম লাগবে। যদি এসি ৫-স্টার হয়, তাহলে সেটি ৪-স্টার এসি-র তুলনায় ১০ শতাংশ কম বিদ্যুৎ খরচ করবে। 

৩) যাঁরা ছোট ঘরে কখনও-সখনও ব্যবহারের জন্য এসি কিনতে চাইছেন, তাঁদের জন্য ৩-স্টার এসি যথেষ্ট। কিন্তু বড় ঘরে দীর্ঘমেয়াদে ব্যবহারের জন্য ৫-স্টার এসি-ই সেরা।

৪) কোনটা ভালো ঠান্ডা করে?

~ স্পেস বড় হলে স্প্লিট এসি দারুণ হতে পারে। আর যদি ঘর ছোট হয়, তাহলে উইন্ডো এসি-ই যথেষ্ট।

৫) কোনটার রক্ষণাবেক্ষণ সহজ?

~ যেহেতু উইন্ডো এসি একটা সিঙ্গেল ইউনিট, তাই এটির রক্ষণাবেক্ষণ অত্যন্ত সহজ। আর সার্ভিসিংও বেশ সস্তা। স্প্লিট এসি-র দুটি ইউনিট থাকায় এর সার্ভিসিংও বেশ কষ্টসাধ্য। যাতে এসি ইউনিট ভাল করে কাজ করতে পারে, তার জন্য সময়ে সময়ে রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়ে থাকে।

এসি নেওয়ার আগে চোখ বুলিয়ে নিন এই প্রতিবেদন আর নিশ্চিন্তে কিনে নিন গরমের স্বস্তির অপর নাম এয়ার কন্ডিশনার।

You might also like!