নয়াদিল্লি, ২২ জানুয়ারি : জাতীয় স্বাস্থ্য মিশন আরও পাঁচ বছর চলবে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, "জাতীয় স্বাস্থ্য মিশন আরও পাঁচ বছর চলবে।" মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আরও বলেছেন, "মন্ত্রিসভা কাঁচা পাটের জন্য এমএসপি অনুমোদন করেছে, প্রতি কুইন্টাল ৫,৬৫০ টাকায় (বিপণন মরসুমের জন্য ২০২৫-২৬)।"