Country

3 days ago

Amit Shah: অন্ধ্রপ্রদেশে রবিবার একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি : রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র ২০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। এই উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ২০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থার দক্ষিণ ক্যাম্পাস, এনডিআরএফ-এর দশম ব্যাটালিয়নের ক্যাম্পাস এবং সুপৌলে আঞ্চলিক মোকাবিলা কেন্দ্র।

জানা গেছে, অমিত শাহ হায়দরাবাদের ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি (এনপিএ)-তে একটি নতুন শুটিং রেঞ্জ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই শ্যুটিং রেঞ্জে পুলিশ অফিসারদের গুলি চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে।


You might also like!