Technology

3 hours ago

Flipkart Monumental Sale: নতুন ফোন কিনবেন? বাজেট কম? ভাববেন না আপনার জন্যই শুরু হয়েছে ‘ফ্লিপকার্ট মনুমেন্টাল সেল’!

Flipkart Monumental Sale (Symbolic picture)
Flipkart Monumental Sale (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সাধারণ তন্ত্র দিবস উপলক্ষে  ই-কমার্স সংস্থা গুলিতে দুর্দান্ত অফার। ইতিমধ্যেই জনপ্রিয় ই-কমার্স সংস্থা আমাজনে শুরু হচ্ছে Great Republic Day Sale।  কিন্তু তার আগেই আরেকটি জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট কর্তৃক ইতিমধ্যেই শুরু হয়েছে,  ‘ফ্লিপকার্ট মনুমেন্টাল সেল’।   ১৩ জানুয়ারি  অর্থাৎ আজ থেকেই  শুরু হচ্ছে এই ধামাকাধার সেল। তবে প্রাথমিক ভাবে এই অনলাইন সেলের সুযোগ পাবেন একমাত্র ফ্লিপকার্ট প্লাস ও ভিআইপি সদস্যরাই। 

ইতিমধ্যেই ফ্লিপকার্টের সাইটে একটি মাইক্রোসাইট প্রকাশ করা হয়েছে। যেখানে এই সেলের তারিখ, ব্যাঙ্ক অফার থেকে শুরু করে সবই জানানো হয়েছে। ১৩ জানুয়ারি বেলা ঠিক বারোটা থেকে শুরু হবে এই সেল। তবে ফ্লিপকার্ট প্লাস ও ভিআইপি সদস্যরা আরও বারো ঘণ্টা আগে থেকে অর্থাৎ রবিবার মধ্যরাত থেকেই বিশেষ ছাড়ের সুযোগ নিতে পেরেছেন। এইচডিএফসি ক্রেডিট কার্ড থাকলে মিলবে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়। মিলবে ইএমআইয়ের সুযোগও।  

‘ফ্লিপকার্ট মনুমেন্টাল সেল’সেলের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে আইফোন ১৬। যেখানে এই ফোনের দাম ৭৯ হাজার ৯০০ টাকা, সেখানে তা এই সেলে মিলবে মাত্র ৬৩ হাজার ৯৯৯ টাকায়। একই ভাবে ৮৯ হাজার ৯০০ টাকার আইফোন ১৬ প্লাস পাওয়া যাবে ৭৩ হাজার ৯৯৯ টাকায়। আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্সের ক্ষেত্রেও থাকবে বিপুল ছাড়। পাশাপাশি পিক্সেল ৮এ-র যেখানে লঞ্চের সময় দাম ছিল ৫২ হাজার ৯৯৯ টাকা, তা এখানে মিলবে ৩২ হাজার ৯৯৯ টাকায়। একই ভাবে মোটো এজ ৫০ প্রো মিলবে ২৭ হাজার ৯৯৯ টাকায়। যার মূল্য ৪১ হাজার ৯৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস এই সেলে মিলবে ৫৯ হাজার ৯৯৯ টাকায়।


You might also like!