Country

1 day ago

Mumbai Local Train : মহারাষ্ট্রের পালঘরে রেললাইনে ফাটল, বিঘ্নিত ট্রেন পরিষেবা

Mumbai Local Train
Mumbai Local Train

 

পালঘর, ২১ জানুয়ারি : মহারাষ্ট্রের পালঘর জেলায় ফাটল দেখা গেল রেললাইনে। মঙ্গলবার সকালে ভৈত্রানা স্টেশনে রেললাইনে ফাটল দেখা দেয়, এর ফলে মুম্বইগামী ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রেললাইনে ফাটল দেখা যাওয়ায় বড়সড় দুর্ঘটনাও এড়ানো সম্ভব হয়েছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসেন রেলের ইঞ্জিনিয়াররা।

দ্রুততার সঙ্গে রেললাইন মেরামতের কাজ শুরু হয়। তবে, রেললাইনে ফাটলের জেরে দূরপাল্লার অনেক ট্রেন দেরিতে ছেড়েছে। উপস্থিত যাত্রীরা জানিয়েছেন, রেললাইনে ফাটল দেখা যাওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

You might also like!