কলকাতা, ১৬ জানুয়ারি : উপর্যুপরি পশ্চিমি ঝঞ্ঝার প্রবেশে কনকনে শীতের আমেজ উধাও। মাঘ মাসেও জমজমাট ঠান্ডা নেই কলকাতায়! আগামী ৩-৪ দিনে তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ারও সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে ফের কিছুটা পারদ-পতন হতে পারে বলে আশাবাদী আবহাওয়াবিদেরা।
বৃহস্পতিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমলো, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। হালকা শীতেই আপাতত খুশি থাকতে হচ্ছে কলকাতাবাসীকে। কলকাতার তুলনায় শীত অবশ্য একটু বেশি গ্রাম বাংলায়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল - বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ।