Game

2 days ago

Bundesliga 2024-25: টানা চতুর্থ জয়ে শীর্ষস্থানেই থাকল বায়ার্ন

FC Bayern Munich (Symbolic picture)
FC Bayern Munich (Symbolic picture)

 

মিউনিখ, ১৯ জানুয়ারি : আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে ভলফসবুর্ক-এর বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছে বায়ার্ন। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন লেয়ন গোরেটস্কা, আরেকটি ওলিসে। আর ভলফসবুর্কের দুটি গোল করেন মোহামেদ আমোরা। এই জয়ে বুন্দেসলিগায় শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন।এই নিয়ে লিগে টানা ৪ ম্যাচ জিতল বায়ার্ন। ১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আরেক ধাপ এগিয়ে গেল বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী বায়ার লেভারকুজেন। আর ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ভলফসবুর্ক।

You might also like!