শিমলা, ২৪ আগস্ট : বৃষ্টির দুর্যোগ চলছেই হিমাচল প্রদেশে। ভূমিধস-সহ বৃষ্টিজনিত কারণে পাহাড়ি এই রাজ্যে ৩৩৯টি রাস্তা বন্ধ রয়েছে। এমতাবস্থায় হিমাচল প্রদেশে আগামী ২৬ আগস্ট পর্যন্ত জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা। হিমাচল প্রদেশে জরুরি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, মান্ডিতে ১৬০টি, কুল্লুতে ১০২টি, কাংড়ায় ২১টি, উনায় ১১টি, শিমলা ও সিরমাউরে ৬টি, বিলাসপুর, চাম্বা ও কিন্নৌরে দু'টি করে এবং লাহৌল ও স্পিতিতে একটি করে রাস্তা বন্ধ রয়েছে।
হিমাচল প্রদেশজুড়ে বিদ্যুৎ পরিষেবাও বিঘ্নিত। বর্ষার মরশুম শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে ১৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের ২,৩৪৭.৩৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচল প্রদেশে আগামী ২৯ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। একইসঙ্গে জানানো হয়েছে, ২৬ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি প্রত্যাশিত।