Game

3 hours ago

BCCI extends Ajit Agarkar’s contract: আগরকারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো বিসিসিআই

Suryakumar Yadav and Ajit Agarkar in frame
Suryakumar Yadav and Ajit Agarkar in frame

 

মুম্বই, ২২ আগস্ট: বিসিসিআই ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকারের চুক্তির মেয়াদ বাড়ালো। আগরকারকে আরও এক বছর জাতীয় নির্বাচক পদে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল বৃহস্পতিবার বিসিসিআই। কয়েক মাস আগে বিসিসিআই আগরকারকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব তিনি গ্রহণ করলেন। ২০২৬ সালের জুন পর্যন্ত আগরকারই এই পদে থাকবেন। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে বিসিসিআই। তবে বিসিসিআই আগরকারকে নতুন করে চুক্তিবদ্ধ করলেও তাঁর প্যানেলের বাকি সদস্যদের নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আগরকারের সঙ্গে বর্তমান প্যানেলে আছেন শিবশংকর দাস, সুব্রত মুখোপাধ্যায়, অজয় রাত্রা এবং এস শরদ। এই চারজনের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআইয়ের বার্ষিক সভায় আলোচনা হবে।

You might also like!