Country

3 hours ago

Delhi Gets New Police Commissioner: দিল্লির নতুন নগরপালের দায়িত্ব নিলেন সতীশ গোলচা

Senior IPS Officer Satish Golcha
Senior IPS Officer Satish Golcha

 

নয়াদিল্লি, ২২ আগস্ট : দিল্লির নতুন নগরপালের দায়িত্ব নিলেন সতীশ গোলচা। শুক্রবার তিনি জাতীয় রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। দিল্লিতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য বাহিনীকে সতর্ক থাকা, অপরাধ ঠেকাতে জোর দেওয়া ও সমন্বয়ের উপরে গুরুত্ব দিতে তিনি নির্দেশ দেন। উল্লেখ্য, এস বি কে সিংয়ের বদলে দিল্লি পুলিশের কমিশনারের পদে বসলেন ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সতীশ গোলচা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে দিল্লি পুলিশের দায়িত্ব এখন তিনিই সামলাবেন।

You might also like!