Game

12 hours ago

Durand Cup 2025: ডুরান্ড কাপ ২০২৫, কোয়ার্টার ফাইনালের সূচি

Durand Cup 2025
Durand Cup 2025

 

কলকাতা, ১৩ আগস্ট : মঙ্গলবার ডুরান্ড কাপ ২০২৫- এর গ্রুপ পর্ব শেষ হয়েছে, যেখানে ইন্ডিয়ান নেভি এফটি এবং বোডোলন্ড এফসি তাদের শেষ গ্রুপ পর্বের খেলায় জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ১৬ আগস্ট, শনিবার বিকেল ৪টায় শিলং লাজং-এর ঘরের মাঠে নৌবাহিনীর মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে শেষ আটের খেলা শুরু করবে ।

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সম্পূর্ণ সূচি :

প্রথম কোয়ার্টারের প্রথম ম্যাচ: শিলং লাজং এফসি বনাম ইন্ডিয়ান নেভি এফটি - জওহরলাল নেহেরু স্টেডিয়াম, শিলং | ১৬ আগস্ট | বিকাল ৪:০০ টা

কোয়াটার ফাইনাল ২ : বোডোল্যান্ড এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি - সাই স্টেডিয়াম, কোকরাঝার। ১৬ আগস্ট | সন্ধ্যা ৭টা।

তৃতীয় কোয়ার্টার ফাইনাল: জামশেদপুর এফসি বনাম ডায়মন্ড হারবার এফসি - জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, জামশেদপুর | ১৭ আগস্ট | বিকাল ৪:০০ টা

চতুর্থ কোয়ার্টার ফাইনাল: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট - বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা | ১৭ আগস্ট | সন্ধ্যা ৭:০০ টা

You might also like!