কলকাতা, ৭ আগস্ট : অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবসে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমের পাতায় মুখ্যমন্ত্রী লেখেন, " আধুনিক বাংলার শিল্পকলার পথিকৃৎ ও আমাদের নবজাগরণের অন্যতম পুরোধা অবনীন্দ্র ঠাকুরের জন্মদিনে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। স্বদেশী ঐতিহ্য ও নিজস্বতার উপর ভিত্তি করে তিনি 'বেঙ্গল স্কুল' - এর মাধ্যমে ভারতীয় চিত্রকলায় এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিলেন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর ভারতমাতার ছবি সারা দেশকে অনুপ্রাণিত করেছিল। শুধু শিল্পী অবনীন্দ্রনাথই নয়, সাহিত্যিক অবনীন্দ্রনাথও বাঙালির বড় প্রিয়। 'ক্ষীরের পুতুল', 'রাজকাহিনী' এবং ' বুড়ো আংলা' - র মতো রচনা আজও আমাদের শৈশবের অমূল্য সম্পদ।"
আধুনিক বাংলার শিল্পকলার পথিকৃৎ ও আমাদের নবজাগরণের অন্যতম পুরোধা অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা।
— Mamata Banerjee (@MamataOfficial) August 7, 2025
স্বদেশী ঐতিহ্য ও নিজস্বতার উপর ভিত্তি করে তিনি 'বেঙ্গল স্কুল'-এর মাধ্যমে ভারতীয় চিত্রকলায় এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিলেন যা আজও সমানভাবে…