Game

12 hours ago

Australia-West Indies series: ব্রেভিসের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

Dewald Brevis
Dewald Brevis

 

ডারউইন, ১৩ আগস্ট : ডারউইনে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার জয় ৫৩ রানে। ব্রেভিস-ঝড়ে ২১৮ রানের পুঁজি গড়ে অস্ট্রেলিয়াকে ১৬৫ রানে অল আউট করে দিয়েছে তারা।প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে হেরেছিল প্রোটিয়ারা। টানা নটি ম্যাচ জয়ের পর অস্ট্রেলিয়ার জয়রথ থামল। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি ওরা ব্রেভিস খেলেন ১২৫ রানের ইনিংস। তার ৫৬ বলের ইনিংসটিতে ছিল ৮টি ছক্কা ও ১২টি চার।

টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে থাকা অস্ট্রেলিয়া এদিন লড়াই করতে পারেনি। দলটির ইনিংসে পঞ্চাশ ছোঁয়া একমাত্র ব্যাটসম্যান ডেভিডl বিধ্বংসী ব্যাটিংয়ে ২৩ বলে ফিফটিতে পা রাখেন তিনিl ১৪ রানে শেষ ৪ ব্যাটসম্যানের বিদায়ে বেশিদূর যেতে পারেনি অস্ট্রেলিয়া। ১৭.৪ ওভারে ১৬৫ অলআউট হয়ে যায় তারা। মাফাকা ও বস ৩টি করে উইকেট নেন। ম্যান অব দা ম্যাচ হয় ডেওয়াল্ড ব্রেভিস। আগামী শনিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

You might also like!