kolkata

4 hours ago

22nd Shravan:২২শে শ্রাবণ দিনটি স্মরণ সুকান্ত-অগ্নিমিত্রার

Rabindranath Tagore death anniversary
Rabindranath Tagore death anniversary

 

কলকাতা, ৮ আগস্ট : শুক্রবার ২২শে শ্রাবণ দিনটির গুরুত্ব স্মরণ করলেন কেন্দ্রী মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র নেত্রী অগ্নিমিত্রা পাল।

সুকান্তবাবু কবিগুরুর ছবি যুক্ত করে এক্সবার্তায় লিখেছেন, “ভারতীয় জাতীয় সঙ্গীতের রচয়িতা, চিত্রশিল্পী, সাহিত্যকার, নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”

ভারতের জাতীয় পতাকা ও একটি বইয়ের প্রতীকি ছবি-সহ অগ্নিমিত্রা লিখেছেন, ”২২শে শ্রাবণ।

কবিগুরু শুধু কবি নন—বাংলার আত্মা, চেতনা ও সাহসের স্রষ্টা।

"মরণ রে, তুঁহু মম শ্যামসমান"

চিরকাল আমাদের হৃদয়ে।

শ্রদ্ধাঞ্জলি রবিঠাকুরকে।”

You might also like!