Game

9 hours ago

ODI cricket news 2024:৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ

West Indies ODI series win over Pakistan
West Indies ODI series win over Pakistan

 

ত্রিনিদাদ, ১৩ আগস্ট : মঙ্গলবার ত্রিনিদাদে জেডেন সিলসের নেতৃত্বে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২০২ রানের বিশাল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯২ রানে শেষ হয়ে যায় পাকিস্তান। ফাস্ট বোলার সিলস ১৮ রানে ছয় উইকেট নিয়ে পাকিস্তানের টপ অর্ডারকে গুড়িয়ে দেন।

অধিনায়ক শাই হোপের দুর্দান্ত অপরাজিত শতরানের সুবাদে প্রথমে ব্যাট করে উইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৯৪ রান করে।

হোপ ১০টি চার এবং পাঁচটি ছক্কার সাহায্যে ১২০ রানে অপরাজিত থাকেন, যা তাঁর ১৮তম একদিনের আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করে। উইন্ডিজের হয়ে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির তালিকায় তিনি এখনও কেবল ব্রায়ান লারা এবং ক্রিস গেইলের পিছনে।

গ্রীষ্মের শুরুতে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট এবং টি-২০ সিরিজে যথাক্রমে ৩-০ এবং ৫-০ ব্যবধানে হেরে যাওয়ার পর, ১৯৯১ সালের পর পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে ক্যারিবীয় দলটি। “ওয়েস্ট ইন্ডিজে ছেলেরা ইতিহাস গড়েছে দেখে দারুন লাগছে।" বলেছেন হোপ।

You might also like!