kolkata

4 days ago

Weather Forcast: পশ্চিমী ঝঞ্ঝায় শীতের পথে বাধা, কলকাতায় কনকনে ঠান্ডা উধাও

Blockade of winter due to western storm, cold in Konkan in Kolkata
Blockade of winter due to western storm, cold in Konkan in Kolkata

 

কলকাতা, ১৮ জানুয়ারি : চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচেই নামল না। দিন কয়েক শুধুই ওঠানামা করলো। চলতি মরসুমে জাঁকিয়ে শীত এখনও অধরা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিনেও তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, পারদ স্বাভাবিকের উপরেই থাকবে। তবে রাজ্যের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। আপাতত উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুষ্ক। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আলাদা করে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার সতর্কতা রয়েছে।

You might also like!