Technology

1 day ago

Avoid Unknown Callers: অপরিচিত নম্বরের কল ধরবেননা,জালিয়াতদের থেকে নিজেকে মুক্ত রাখুন!

Unknown Caller (Symbolic picture)
Unknown Caller (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমান জীবনে স্মার্টফোন সবসময়ের সঙ্গী। স্মার্টফোন ছাড়া যেন এক মুহূর্তও চলা যায় না। আমাদের চলার পথে নানান ক্ষেত্রে সুবিধা প্রদান করে  স্মার্টফোন। বহু দূরদূরান্তে যোগাযোগ স্থাপন হয় এই  স্মার্টফোনের মাধ্যমে। গড়ে ওঠে কত নতুন সম্পর্ক। কিন্তু প্রযুক্তিকে শুধুই আশীর্বাদ ভাবলে ভুল হবে, এর সমস্যাও প্রচুর। প্রযুক্তিকে অস্ত্র করেই চলছে বহু প্রতারণা চক্র। 

প্রতিদিনই প্রায় সকলের কাছেই প্রচুর অপরিচিত নম্বর থেকে ফোন আসে। রিসিভ করলে কেউ লোন নেওয়ার প্রস্তাব দেয়। কেউ আবার চাকরি বা অন্য কিছুর অফার দেন। অনেককে লোন সংক্রান্ত ফোন করে রীতিমতো কড়া বার্তা দেওয়া হয়। এই ফোনগুলোর নেপথ্যে অধিকাংশ ক্ষেত্রেই থাকে জালিয়াতরা। সব সময় অপরিচিত নম্বর দেখলেই তা এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। তাহলে কীভাবে বাঁচবেন এদের হাত থেকে? জেনে নিন,

সবার আগে নজর রাখতে  হবে, কোন নম্বর থেকে ফোন আসছে। যদি দেখেন কান্ট্রি কোডে অর্থাৎ +91 (ভারত) ছাড়া অন্য কিছু রয়েছে, তাহলে সেই ফোন এড়িয়ে যান। বেশকিছু নম্বর যা দেখলেই বোঝা যায় যে আর পাঁচটির থেকে তা আলাদা, সেগুলোও এড়িয়ে যান। ভুলেও কল ব্যাক করবেন না। তবে অনেক সময় এড়িয়ে যাওয়া সম্ভব হয়না। সেক্ষেত্রে ট্রু কলার অ্যপটি অত্যন্ত উপযোগী। এই অ্যাপে নিমেষে দেখে নিতে পারবেন যে নম্বর থেকে ফোন আসছে, সেটি কার। সেটি স্প্য়াম নম্বর হলে তাও দেখতে পারবেন। এরপর ব্লক বা রিপোর্ট তো আপনারই হাতে। মূল কথা সতর্ক থাকতে হবে প্রতিমুহূর্তে। 

সন্দেহভাজন কিছু মনে হলে অবশ্যই স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করুন। সর্বদা সচেতন থাকুন। 

You might also like!