Game

2 days ago

Liverpool F.C: নুনেসের জোড়া গোলে জয়ের পথে ফিরল শিরোপাপ্রত্যাশী লিভারপুল

Liverpool FC
Liverpool FC

 

ব্রেন্টফোর্ড, ১৯ জানুয়ারি  : ব্রেন্টফোর্ডের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে জিতেছে আর্না স্লটের দল লিভারপুল। বদলি নামা দারউইন নুনেসের জোড়া গোলে জয়ের পথে ফিরল শিরোপাপ্রত্যাশী দলটি। লিগে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল তাঁরা।উল্লেখ্য, লিগ কাপে সেমি-ফাইনালের প্রথম লেগে টটেনহ্যাম হটস্পারের মাঠে হেরেছিল স্লটের দল।

ম্যাচে লিভারপুলেরই আধিপত্য ছিল।৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য লিভারপুল ৩৭টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখতে পেরেছিল। যেখানে ব্রেন্টফোর্ডের ১১ শটের ৬টি লক্ষ্যে ছিল।২১ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল। আর এক ম্যাচ বেশি খেলে ২৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ব্রেন্টফোর্ড।


You might also like!