দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রবিবার অর্থাৎ আজ বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলেই। ইতিমধ্যে পড়ুয়ারা বসন্ত পঞ্চমীর আনন্দে মেতে উঠেছে। বিদ্যার দেবী মা সরস্বতীর আগমনে সাজো সাজো রব স্কুল,কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে। তবে বাগদেবীর আরাধনায় প্রতিবারের ন্যায় এবারও সামিল হয়েছেন টলিপাড়ার তারকারা। মিমি চক্রব্রতি,রুক্মিণী মৈত্র, অপরাজিতা থেকে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ সকলের বাড়িতেই ভক্তিভরে মা সরস্বতী পূজিত হচ্ছেন।
আর বসন্ত পঞ্চমীর দিনেই মেয়ের একগুচ্ছ ছবি শেয়ার করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ। কাঞ্চন-কন্যা কৃষভিকে নিয়ে নেটিজেনদের উন্মাদনা চূড়ান্ত। তবে কি এবার কাঞ্চন-কন্যা কৃষভির মুখ প্রকাশ্যে আনলেন?
এবারেও কৃষভির মুখ ঢেকেই রাখলেন শ্রীময়ী। জন্মের পর থেকেই মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি কাঞ্চন এবং শ্রীময়ী। কারণ হিসেবে তাঁদের ব্যাখা, ‘এখন তো ও খুবই ছোট। আর বাড়ির কিছু নিয়ম আছে। তবে নিশ্চয় সকলকে দেখাব। তবে ও আরেকটু বড় হোক।’
তবে শুধু কৃষভির মুখ নয়, প্রেগন্যান্সির খবরও গোপন রেখেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। কাউকে ঘুণাক্ষরে টের পেতে দেননি দম্পতি। একেবারে মেয়ের জন্মের পরই, সুখবর শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়াতে।