বালুরঘাট, ২১ জানুয়ারি : উপাচার্যহীন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যাগুলি নিয়ে মঙ্গলবার সরব হলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি । বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সমস্যাগুলির দ্রুত সমাধানে রাজ্য শিক্ষা দফতরের হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। বিধায়কের আশা, শিক্ষা দফতর দ্রুত হস্তক্ষেপ করলে এই সমস্যাগুলির সমাধান সম্ভব।
জানা গেছে, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে এখনও স্থায়ী ক্যাম্পাস তৈরি হয়নি। স্থায়ী শিক্ষক ও কর্মী নিয়োগের অভাবে শিক্ষাক্ষেত্রে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে। উপাচার্যের স্থায়ী পদে কাউকে নিযুক্ত করা হয়নি। এই পরিস্থিতিতে শিক্ষার মানোন্নয়ন এবং স্থায়ী পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকারের দিকেই তাকিয়ে রয়েছেন বিধায়ক অশোক লাহিড়ী।তিনি আরও জানান, দ্রুত উদ্যোগ নেওয়া না হলে এই বিশ্ববিদ্যালয় তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হতে পারে। শিক্ষার্থী এবং অভিভাবক মহলেও এই বিষয় নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।