West Bengal

22 hours ago

Police Domination in Haroa: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা, হাড়োয়ায় রুটমার্চ পুলিশের

Haroa Police
Haroa Police

 

হাড়োয়া, ২১ জানুয়ারি : তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে রবিবার রাত থেকে উত্তপ্ত হাড়োয়ার বিভিন্ন এলাকা। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার সকাল থেকেই হাড়োয়ার বিভিন্ন জায়গায় চলছে পুলিশের রুটমার্চ। খলিসাদী, ঘাসখালি, কালিনগর সহ একাধিক স্থানে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উভয় পক্ষের মোট ১৪ জনকে গ্রেফতার করেছে।

এই সংঘর্ষের জেরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার সকাল থেকেই হাড়োয়ার বিভিন্ন জায়গায় চলছে পুলিশের রুটমার্চ। কুলটি, সোনাপুকুর, শংকরপুর–সহ একাধিক স্থানে পুলিশ সক্রিয় টহলদারি চালাচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় এবং এলাকার শান্তি বজায় থাকে, সেই উদ্দেশ্যেই এই তৎপরতা। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনও আতঙ্কের পরিবেশ থাকলেও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

You might also like!