Life Style News

2 days ago

Vitamin A Facepack: ত্বকের নানান ক্ষতিকর দিক প্রতিকার করতে ভিটামিন এ-র ফেসপ্যাক ভীষণ কার্যকরী, জানুন বিস্তারিত!

Vitamin A Facepack (Symbolic picture)
Vitamin A Facepack (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সকল প্রকার ভিটামিন বেশ কার্যকরী। তবে নানান প্রকার ভিটামিনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভিটামিন এ। ভিটামিন এ ত্বকের স্বাস্থ্যমান ভালো রাখতে অপরিহার্য। এটি ত্বককে মসৃণ রাখতে সহায়তা করে। তেমনই ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকেও রক্ষা করতে পারে। পাশাপাশি ত্বককে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে,ব্রণর সমস্যা দূর করতে এবং সূর্যের রশ্মি থেকে হওয়া ক্ষতির প্রতিকার করতেও ভিটামিন এ অধিক কার্যকরী। রুপচর্চায়  ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে নিতে পারেন ভিটামিন এ-র ফেসপ্যাক।

* বানানোর পদ্ধতিঃ 

* উপকরণঃ ১। ২ টেবিল চামচ কুমড়ো (সিদ্ধ করে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেওয়া);.২। ২ চা চামচ আদার রস; ৩। ২ চা চামচ জোজোবা তেল; ৪। ২ চা চামচ ভালো মধ; ৫।৪ টেবিল চামচ অল্প পাক ধরা পেঁপের শাঁস থেঁতো করে নেওয়া; ৬। ২ ফোঁটা এসেনশিয়াল অয়েল। 

* প্রণালীঃ কুমড়ো, পেঁপে, আদার রস একটি ব্লেন্ডারে দিয়ে মিহি মিশ্রণ বানান। তার পরে তাতে জোজোবা তেল এবং মধু দিয়ে ভাল করে মিশিয়ে একটি বায়ু নিরোধক পাত্রে রেখে ফ্রিজে রাখুন। এক সপ্তাহ ব্যবহার করতে পারবেন।

* ব্যবহারের নিয়মঃ মুখ ভাল করে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে মাস্কটি পুরো মুখে এবং গলায় ভাল ভাবে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। তার পরে স্বাভাবিক তাপমাত্রার জলে মুখ ধুয়ে ফেলুন। মুখ মুছে ভালো ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন।

You might also like!