Game

23 hours ago

Copa del Rey : কোয়ার্টার ফাইনালের ড্রয়ে একে অপরকে এড়াতে পেরেছে স্পেনের চির প্রতিদ্বন্দ্বী দুই দল

Copa del Rey (Symbolic picture)
Copa del Rey (Symbolic picture)

 

বার্সেলোনা, ২১ জানুয়ারি : এই মরসুমে কোপা দেল রে–র সেমিফাইনাল অথবা ফাইনালে মুখোমুখি হওয়ার জায়গায় রইল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। কারণ কোয়ার্টার ফাইনালের ড্রয়ে একে অপর এড়াতে পেরেছে স্পেনের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুটি দল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনা খেলবে ভালেন্সিয়ার মাঠে। আর লেগানেসের মাঠে খেলতে যাবে রিয়াল। শেষ আটে আতলেতিকো মাদ্রিদ প্রতিপক্ষ হবে গেতাফে। আর এই পর্বের আরেক ম্যাচে লড়বে রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনা।

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে সোমবার। ফেব্রুয়ারির ৪ থেকে ৬ তারিখ হবে এক লেগের সবগুলো ম্যাচ। এখানকার জয়ী দল উঠবে দুই লেগের সেমিফাইনালে।বার্সেলোনা ও রিয়াল যদি শেষ আটে জিততে পারে এবং শেষ চারের ড্রয়ে একে অপরকে প্রতিপক্ষ হিসেবে পায়, তাহলে এই মরসুমে আরও ৩টি ক্লাসিকো দেখা যাবে (লা লিগার ফিরতি লেগসহ)।

You might also like!