বাঁকুড়া, ১২ আগস্ট : বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ আহ্বায়ককে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। মৃতের নাম - সেকেন্দার খাঁ ওরফে সায়ন খাঁ। সোমবার রাত ৯টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চেপে চকাই গ্রামে নিজের বাড়ি ফেরার পথে পিছন থেকে হামলা চালায় দুষ্কৃতীরা। পর পর গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের ওই নেতাকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এর পর সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে তারা। এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা। পুলিশ জানিয়েছে, নিহত তৃণমূল নেতার পিঠে ও মাথায় গুলি লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ খুনের ঘটনার তদন্তে নেমেছে।