আহমেদাবাদ, ২৪ জানুয়ারি : বড়সড় সাফল্য পেল গুজরাট এটিএস। কোটি টাকার মাদক-সহ ৫ জনকে গ্রেফতার করেছে এটিএস। এটিএস-এর ডিআইজি সুনীল যোশী বলেছেন, আনন্দ জেলার খাম্বাতে একটি মাদক তৈরির কারখানায় এটিএস-এর অভিযানে কোটি টাকার মাদক-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এই সাফল্য প্রসঙ্গে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি বলেছেন, "এটিএস পাঁচজনকে গ্রেফতার করেছে এবং ১০৭ কেজির বেশি আল্ট্রা জোলাম পাউডার বাজেয়াপ্ত করেছে, যা ঘুমের ট্যাবলেট তৈরিতে ব্যবহৃত হয়।"