Country

10 hours ago

Arvind Kejriwal: সমগ্র দিল্লি সন্ত্রাসের কবলে; মানুষ খুবই আতঙ্কিত, কেন্দ্রকে খোঁচা কেজরিওয়ালের

Arvind Kejriwal
Arvind Kejriwal

 

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি : দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রকে দুষলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার কেজরিওয়াল বলেছেন, সমগ্র দিল্লি সন্ত্রাসের কবলে; মানুষ খুবই আতঙ্কিত। কেজরিওয়ালের কথায়, "গতকাল যোগী জি সত্যিই ভাল কিছু বলেছেন, গোটা দিল্লি তাঁর বক্তব্য সমর্থন করেছে। তিনি বলেছিলেন, দিল্লির আইনশৃঙ্খলা ভঙ্গুর অবস্থায় রয়েছে। আমি তাঁর সঙ্গে ১০০ শতাংশ একমত। দিল্লির মানুষ তাঁর সঙ্গে শতভাগ একমত। দিল্লিতে গুন্ডারা অবাধে ঘুরে বেড়াচ্ছে। গুন্ডাদের ১১টি দল রয়েছে, যারা দিল্লিকে ১১টি ভাগে ভাগ করেছে।"

কেজরিওয়াল আরও বলেছেন, "গতকাল, যোগী জি একটি ভাল ইস্যু উত্থাপন করেছেন। তিনি বলেছিলেন, তিনি উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা সংশোধন করেছেন। আমি জানি না, উত্তর প্রদেশে আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে কি না, যোগী জি আরও বলেছেন তিনি উত্তর প্রদেশের সমস্ত গুন্ডাদের নিশ্চিহ্ন করেছেন। যদি তা হয়, আমি যোগীজিকে বলতে চাই, দিল্লির আইনশৃঙ্খলা সরাসরি অমিত শাহের অধীনে আসে। তিনিই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।"


You might also like!