নয়াদিল্লি, ২৪ জানুয়ারি : আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খানের ছেলের মোটরবাইক বাজেয়াপ্ত করল পুলিশ। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জামিয়া নগর থানার পুলিশ বাইকটি বাজেয়াপ্ত করেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, দু'টি ছেলেকে মোটরবাইকে দেখা গিয়েছে, তাঁরা ভুল দিক থেকে আসছিল এবং বুলেটের মডিফায়ার সাইলেন্সার দিয়ে জোরে শব্দ করছিল। জিগজ্যাগ পদ্ধতিতে বাইক চালাচ্ছিল। পুলিশ দুইজনকে ধরেছে, তাঁদের মধ্যে একজন বলেছে সে আমানাতুল্লাহ খানের ছেলে।
পুলিশ আরও জানিয়েছে, আমানাতুল্লাহ খানের ছেলে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছে। পুলিশ ড্রাইভিং লাইসেন্স এবং আইডি চাইলে, তারা বলে তাঁদের এসব দরকার পড়ে না। পুলিশের সঙ্গে দুর্ব্যবহার, বিপজ্জনক ড্রাইভিং, হেলমেট ছাড়া বাইক চালানো, মডিফাইড সাইলেন্সার ব্যবহার করা এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য যে নিজেকে এএপি বিধায়ক আমানতুল্লাহ খানের ছেলে বলে দাবি করেছে, তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।