Game

3 hours ago

English Premier League 2024-25: টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে ফিরল মিকেল আর্তেতার দল আর্সেনাল

English Premier League (Symbolic picture)
English Premier League (Symbolic picture)

 

এমিরেটস, ১৬ জানুয়ারি  : এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে পিছিয়ে পড়েও জিতল মিকেল আর্তেতার দল আর্সেনাল ২-১ গোলে। ম্যাচের ২৫ মিনিটে সন হিউং-মিনের গোলে পিছিয়ে পড়ার পর ৪০ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে আর্সেনাল। এর ৪ মিনিট পরই এগিয়ে যায় গতবারের রানার্সআপরা।

মার্টিন ওডেগোরের পাস ধরে বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড। এই জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান ৪ পয়েন্টে কমিয়ে আনল আর্সেনাল। এবারের লিগে এটা আর্সেনালের দ্বাদশ জয়। আর ৭টি ড্রয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরল তারা। তিনে নেমে যাওয়া নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আর ২১ ম্যাচ থেকে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে টটেনহ্যাম।

You might also like!