Game

10 hours ago

Novak Djokovic: প্রথম সেট শেষেই অসুস্থতার জন্য সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন জোকোভিচ

Novak Djokovic
Novak Djokovic

 

মেলবোর্ন, ২৪ জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনে শুক্রবার ছেলেদের এককের সেমিফাইনালে আলেক্সান্দার জভেরেভের মুখোমুখি হয়েছিলেন নোভাক জোকোভিচ। এই লড়াইটার দিকে সকলেরই নজর ছিল। প্রথম সেটে ১ ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ে ৬–৭ (৫–৭) জেতেন জভেরেভই। প্রথম সেটের পরেই সবই উলটপালট হয়ে গেল। প্রথম সেটে লড়াইয়ের সময়ই বাঁ পায়ের সমস্যায় ভুগছিলেন ২৪ গ্র্যান্ডস্লাম জয়ী সার্বিয়ান কিংবদন্তি। অবাক করা বিষয়, প্রথম সেটে হারের পরেই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন জোকোভিচ। এর ফলে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে গেলেন জার্মান তারকা জভেরেভ।

রড লেভার অ্যারেনা ছাড়ার সময় দর্শকদের উদ্দেশে হাত নাড়েন জোকোভিচ। কিন্তু দর্শকেরা তখন তাঁকে দুয়ো দিয়েছেন। এর জবাবে দুই হাতের বুড়ো আঙুল তুলে ইতিবাচক ভঙ্গি করেন জোকোভিচ। তবে এই ঘটনার আগে কোর্টে জোকোভিচ যখন নিজেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন তখন জার্মান তারকার চোখমুখ দেখেই বোঝা যাচ্ছিল ব্যাপারটা তাঁর বিশ্বাস হচ্ছে না। তবে কিংবদন্তির প্রতি সম্মান দেখিয়েছেন জভেরেভ।

You might also like!