Tripura

4 days ago

Rajiv Bhattacharya MP Rajiv Bhattacharya: কংগ্রেস ও সিপিআইএম বারবার অপমানিত করেছে সংবিধান প্রণেতাকে : সাংসদ রাজীব

Rajiv Bhattacharya MP Rajiv Bhattacharya
Rajiv Bhattacharya MP Rajiv Bhattacharya

 

আগরতলা  : সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে নির্বাচনে জয়ী হয়ে সংসদে প্রবেশ করতে দেননি কংগ্রেসীরা।  রাজধানী আগরতলায় সংবিধান গৌরব অভিযানের রেলিতে অংশগ্রহণ করে এই অভিযোগ করলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন সদর শহর জেলা বিজেপির উদ্যোগে সংবিধান গৌরব অভিযান উদযাপন উপলক্ষে রাজধানীতে এই রেলির আয়োজন করা হয়।

দেশের সংবিধান কার্যকরীর ৭৫ বছর পূর্তি উপলক্ষে ১১ থেকে ২৫ জানুয়ারি সারা দেশে সংবিধান গৌরব অভিযান কর্মসূচি নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার সারা দেশের সাথে রাজ্যের দশটি সাংগঠনিক জেলায় সংবিধান গৌরব অভিযান উপলক্ষে রেলি করা হয়। বিজেপির সদর (শহর) জেলা কমিটির উদ্যোগে রাজধানীতে আয়োজন করা হয় এই র‍েলির। এর নেতৃত্ব দেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সহ-সভাপতি পাপিয়া দত্ত সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ।

বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃবৃন্দের নির্দেশ অনুসারে সারা দেশের সাথে রাজ্যেও শুক্রবার দশটি সাংগঠনিক জেলায় এই রেলি করা হয়। তিনি জানান, আম্বেদকরকে নিয়ে সম্প্রতি কনভেনশন এবং মিছিল করছে কংগ্রেস এবং সিপিআইএম। কংগ্রেস ও সিপিআইএমের এই উদ্যোগকে ঢঙ্গী হিসেবে আখ্যায়িত করে বিজেপি রাজ্য সভাপতি জানান, এরা বারবার সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে অপমান করেছে। জহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী সবাই ডঃ বি আর আম্বেদকরকে অপমানিত করেছেন। সংবিধান প্রণেতাকে সংসদে প্রবেশের পথ আটকাতে কংগ্রেস তাঁকে নির্বাচনে জয়ী হতে দেয়নি। এই সমস্ত বিষয়গুলি জনগণের সামনে তুলে ধরার লক্ষেই সারা দেশে সংবিধান গৌরব অভিযান কর্মসূচী নিয়েছে ভারতীয় জনতা পার্টি।

You might also like!