kolkata

17 hours ago

Taslima Nasrin: ‘সেক্যুলার রাষ্ট্রকে ভেঙ্গে জিহাদিস্তান বানাবার ষড়যন্ত্র’, ইউনূসকে কটাক্ষ তসলিমারtas

Taslima Nasrin
Taslima Nasrin

 

কলকাতা : “সম্ভাবনাময় সেক্যুলার রাষ্ট্রকে ভেঙ্গে গুঁড়ো করে তিনি জিহাদিস্তান বানাবার ষড়যন্ত্র করেছিলেন।” সামাজিক মাধ্যমে মুহাম্মদ ইউনূসকে কটাক্ষ করে এই মন্তব্য করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

তসলিমা সামাজিক মাধ্যমে লিখেছেন, “সারাজীবন যারা মন্দ কাজ করে, তারাও মৃত্যুর আগে কিছু ভাল কাজ করতে চায়। আর ইউনুস সাহেবের কবরে যাওয়ার বয়স হয়ে গিয়েছে, তারপরও মনে হচ্ছে তাঁর কোনও ইচ্ছেই নেই দুটো ভাল কাজ করার। জনগণ তাঁকে কী কারণে মনে রাখুক তিনি চান? শান্তিতে নোবেল পেয়েছিলেন? কিন্তু তাঁর শান্তির নোবেল তাঁর সৃষ্ট অশান্তির ঝড়ে কবেই উড়ে গিয়েছে। মানুষ এখন মনে রাখবে শান্তিতে নোবেল পেলেই কেউ শান্তির দূত হয় না, মনে রাখবে শুধু ব্যক্তিগত ক্ষোভ মেটাতে একটি সম্ভাবনাময় সেক্যুলার রাষ্ট্রকে ভেঙ্গে গুঁড়ো করে তিনি জিহাদিস্তান বানাবার ষড়যন্ত্র করেছিলেন।”পোস্ট করার এক দিনের মধ্যে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৫ হাজার ১০০ লাইক এসেছে।

You might also like!